
রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক অংসুইপ্রু মারমা প্রকাশ ঠেলাকে (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি যুবলীগ নেতা উসেপ্রু মারমা হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১৬ই অক্টোবর) দুপুরে চিৎমরমের ছোট মইদং পাড়ার জুম ঘরে থেকে সেনাবাহিনী অংসুই প্রু মারমাকে আটক করে। তিনি চিৎমরম ইউনিয়নের মইদং পাড়ার থোয়াইচা মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার চিৎমরমের ছোট মইদং পাড়ার জুম ঘরে অভিযান চালিয়ে অংসুইপ্রু মারমাকে আটক করে সেনাবাহিনী। তিনি চিৎমরম ইউনিয়ন জেএসএসের কমিটিতে রয়েছেন বলে জানতে পেরেছি। তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হত্যা মামলার দ্বিতীয় আসামি।
তাকে শনিবার রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।