কাপ্তাইয়ে দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
কাপ্তাই প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
কাপ্তাই থানা পুলিশ রোববার গোপান সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী রনজিৎমজুমদার(৪২)কে জেটিঘাট এলাকা হতে আটক করা হয়।থানার তদন্ত কর্মকর্তা এস,আই মোতাহার হোসেন জানান, যে আটককৃর্ত আসামী একটি বনমামলার ২বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং তাঁর বিরুদ্বে ৫হাজার টাকা জরিমানা এবং ৬মাসের অনাদায়ী জেল রয়েছে বলে উল্লেখ করেন।