কাপ্তাইয়ের পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকায় ছবি মারমা ওরফে উমাসিং (১৪) নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বিকালে কিশোরীর লাশ উদ্ধার করেছে। ছবি মারমা চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসএসি পরীক্ষা দিয়েছিল।
নিহত ছবি মারমার পিতা অনুমং মারমা জানান, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে তার মেয়ে ব্যঙছড়ি পাড়ায় জুম থেকে শস্য সংগ্রহের জন্য যায়। বিকেলে এলাকাবাসী এসে জানায়, ছবির গলাকাটা লাশ পাওয়া গেছে। ছবিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন অনুমং মারমা।
ফেসবুকের একটি ষ্ট্যাটাস থেকে জানা যায়, উমাচিং দুপুরে একা জুম ক্ষেতে গেলে মিজান ও রানা নামের দু’জন সেটলার বাঙালি তাকে ধর্ষণ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে নিমর্মভাবে হত্যা করেছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হারুন-অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উঁচু পাহাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের চেষ্টার বাধা দেয়ায় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে। পুলিশ এ ধারণা নিয়ে ঘটনার তদন্ত করছে।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।