হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা আজ রবিবার (৩ ফেব্রুয়ারি ২০১৯) এক বিবৃতিতে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পূর্বকোদালা এলাকায় প্রাইভেট শিক্ষক উমবাচিং মার্মা কর্তৃক ৩য় শ্রেণীর ছাত্রী মিতালী মারমা(৯)-কে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ- খুন- গুম অপহরণ ও নির্যাতনের ঘটনা নতুন নয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এসব ঘটনা বার বার ঘটছে। বিলাইছড়িতে সেনা সদস্য কর্তৃক দুই মারমা বোনকে ধর্ষণসহ কল্পনা চাকমা অপহরণের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আজ মিতালী মারমার মতো নিষ্পাপ শিশুটি হত্যার শিকার হতো না।
বিবৃতিতে নেতৃদ্বয় মিতালী মার্মা হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার (০২ ফেব্রুয়ারি ২০১৯) ভোরে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা উমবাচিং মার্মার বাসায় প্রাইভেট পড়তে যায় চার শিশু। বাকী তিন শিশুকে ছেড়ে দিয়ে মিতালী মার্মাকে থাকতে বলে শিক্ষক। পরে শিশুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায় ।কিন্তু শিশুটি চিৎকার করায় ধর্ষণে ব্যর্থ হয়ে শিক্ষক শিশুটির গলায় পাটের সুতলী ও গামছা পেঁচিয়ে নিষ্পাপ শিশুটিকে হত্যা করে।
স্থানীয়দের সহায়তায় পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।