সিএইচটিনিউজ.কম
রাঙামাটি: রাঙামাটি এখন একটি কারফিউ শহরে পরিণত হয়েছে। গত ১০ জানুয়ারি শনিবার বিতর্কিত মেডিক্যাল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনার জের ধরে পরদিন রবিবার শহরের বনরূপা, ভেদভেদী, তবলছড়ি সহ কয়েকটি স্থানে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলে রাত সাড়ে ৭টা থেকে প্রশাসন শহরজুড়ে কারফিউ জারি করে। সোমবার সকাল ৮টা থেকে ১১ টা এবং পরে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করার পর সন্ধ্যায় আবারো কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে বলে জেলা প্রশাসনের ফেসবুক পাতা থেকে জানা গেছে। এই সময় দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে প্রশাসন।
কারফিউ জারি থাকায় শহরজুড়ে সেনা, বিজিবি, পুলিশের জোরদার টহল চলছে। পাশপাশি মোতায়েন করা হয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
কারফিউর কারণে লোকজন ঘর হতে বের হচ্ছে না। গণগ্রেফতারের ভয়ে লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।