ঢাকা : রাঙামাটির বিলাইছড়িতে দুই মারমা নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় তিন নারী সংগঠন (সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি নারী সেল ও হিল উইমেন্স ফেডারেশন) এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।
রিপোটার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে (৮/৪-এ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা) সকাল ১০টায় এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
উক্ত গোলটেবিল বৈঠকে মানবাধিকার কর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।