কুদুকছড়ির ডুলুছড়ি মৌনপাড়ায় এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডুলুছড়ি মৌন পাড়ায় এক সাধারণ গ্রামবাসীর (জুমচাষী) বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬:৩০টার সময় দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (আবাসিক) অবস্থানরত সেনা সদস্যদের মধ্য থেকে ২০-২৫ জনের একটি দল ডুলুছড়ি মৌন পাড়ায় হানা দেয়। সেনারা সেখানে পৌঁছার পর সকাল ৮:৩০টার সময় এক সাধারণ গ্রামবাসীর (জুমচাষী) বাড়ি ঘেরাও করে তল্লাশির নামে বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। সেনাদের এমন তল্লাশির ঘটনায় এ সময় গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তল্লাশির শিকার গ্রামবাসীর নাম- সুবন্ত চাকমা (৩৫), পিতা- মৃত পরিময় লেন্দু চাকমা।
ভুক্তভোগী জানান, সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে ব্যাপক তল্লাশি করেও অবৈধ কোন কিছু পায়নি। তবে তারা বাড়ির সব জিনিসপত্র তছনছ করে দিয়ে গেছে।
পরে সেনাবাহিনীর সদস্যরা জীবতুলি মৌন পাড়ার দিকে চলে যায়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।
কী কারণে তার বাড়িতে এমন তল্লাশি চালানো হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, গতকাল (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কুদুকছড়ি সাব-জোন থেকে ৪০ জনের একটি সেনা দল দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (আবাসিক) গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে আজ সকালে ২০-২৫ জনের একটি দল ডলুছড়ি মৌনপাড়া এলকায় গেলেও বাকী সেনা সদস্যরা এখনো উক্ত বিদ্যালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
সেনাদের অবস্থান করার কারণে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাশের ব্যাঘাত ঘটছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।