লক্ষ্মীছড়ি : রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ির আবাসিক এলাকায় আজ রবিবার সকালে সেনাবাহিনীর লেলিয়ে দেয়া সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসেনা চাকমাকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ দুপুর ১টায় লক্ষ্মীছড়ি উপজেলা সদরের পিএফসি কিন্ডারগার্টেন এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাসপাতাল এলাকায় গিয়ে সমাবেশ করে। এতে পিসিপি লক্ষ্মীছড়ি থানা শাখার সাধারণ সম্পদাক নয়ন চাকমা বক্তব্য রাখেন।
তিনি হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের অক্ষত অবস্থায় মুক্তির দাবি জানান।
———————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।