রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি উপর পাড়া(আবাসিক) থেকে শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতে দু’ ভাইকে আটক করে নিয়ে গেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- কিনা মোহন চাকমা(৪০) ও নীল মোহন চাকমা(৩৭)।
এর মধ্যে বড় ভাই কিনা মোহন চাকমা গ্রাম্য দোকানদার ও অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর ছোট ভাই নীল মোহন চাকমা টিউশনি করে ও কৃষি কাজ করে সংসার চালান।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নান্যাচর জোন ও কুদুকছড়ি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য এসে কিনা মোহন ও নীল মোহন চাকমার বাড়ি ঘেরাও করে। এরপর সেনারা তাদের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে ব্যাপক তল্লাশি চালায় ও জিনিসপত্র তছনছ করে দেয়। এ সময় সেনারা তাদের বাড়ি থেকে টাকা-পয়সা যা পেয়েছে সব লুটে নেয় এবং কিনা মোহন চাকমার অটো রিক্সাটিও নিয়ে যায়।
আটককৃতদের বর্তমানে নান্যাচর থানায় রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।