কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক সাংবাদিক হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট

0
13

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩ জুন ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও তার অনুসারী কর্তৃক ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী, দৈনিক যায়যায়দিন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক রুদ্র ইকবালকে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট৷

শুক্রবার (২ জুন ২০২৩) এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনের পরিপূরক সন্ত্রাসী কার্যক্রম গোটা দেশেই বিরাজমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম তারই প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা করার ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের সামিল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে ছাত্রলীগ একেরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে তথাকথিত রাজনীতিমুক্ত পরিবেশের কথা বলে কার্যত ছাত্রলীগের একচেটিয়া সন্ত্রাসের জমিন প্রতিষ্ঠা করা হচ্ছে।

বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। 

যুক্ত বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষে আরো স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগঠক তামজিদ হায়দার চঞ্চল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতির বিস্তারিত জানানো হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.