কোটা নিয়ে উচ্চ আদালতের রায় প্রত্যাখ্যান করে কুদুকছড়িতে তাৎক্ষণিক বিক্ষোভ পিসিপি’র

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

কোটা নিয়ে উচ্চ আদালতের রায় প্রত্যাখ্যান করে পাহাড়িসহ সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৫% কোটা পুনর্বহাল রাখার দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাঙামাটি জেলা শাখা।

গত ২১ জুলাই ২০২৪, বিকাল ৩ টার সময় এই বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পিসিপি’র রাঙামটি জেলা সভাপতি তনুময় চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বারিঝে চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা ও জেলা সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা।

ছাত্রনেতা তনুময় চাকমা বলেন, সরকার কোটা সংস্কার আন্দোলন আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধানের চেষ্টা না করে বল প্রয়োগ করে সমাধানের চেষ্টা করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আজ পর্যন্ত প্রায় দুই শতাধিক আন্দোলনকারীদের হত্যা করেছে। কোটা সংস্কার আন্দোলনকারীরা পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৫০টির অধিক অনগ্রসর ও সংখ্যালঘু জাতিসত্তার জন্য পর্যাপ্ত কোটা সমর্থন জানানোর পরেও কোন বিবেচনায় ১% কোটা রাখা হলো তা আমাদের বোধগম্য নয়। আদালতের এই অবিবেচনাপ্রসূত রায় আমরা প্রত্যাখ্যান করছি। 


পার্বত্য চটগ্রামের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ সবকিছু বিশ্লেষণে পাহাড়িদের জন্য ১% কোটা পর্যাপ্ত নয় মন্তব্য করে তিনি  বলেন, দেশের মূল জনগোষ্ঠীর সাথে সাম্য প্রতিষ্ঠা করার জন্য পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য পূর্বের ৫% কোটা পুনর্বহাল করা ‍উচিত। 

তিনি আরও বলেন, আন্দোলন দমন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামসহ ৬ জন সমন্বয়কে অপহরণ করা হয়েছে।

তনুময় চাকমা আন্দোলনকারী ছাত্রদের হত্যা ও শারিরীক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাদের যোক্তিক দাবি ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকুরিতে ৫% কোটা পুনর্বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে সকালে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ হাইকোর্টের পূর্বের দেয়া রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধায় ৯৩ শতাংশ এবং মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠির জন্য ১ শতাংশ ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা রেখে নতুন করে রায় ঘোষণা করে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More