কোটা নিয়ে রায় প্রত্যাখ্যান পাহাড়ি ছাত্র পরিষদের

সিএইচটি নিউজ ডেস্ক
বুধবার, ২৪ জুলাই ২০২৪
সরকারি চাকরিতে কোটা নিয়ে উচ্চ আদালতের দেওয়া রায়কে ‘অবিবেচনাপ্রসূত’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। অবিলম্বে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য পূর্বের ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।
গত রবিবার (২১ জুলাই ২০২৪) রায়ের পর ইউপিডিএফ সমর্থিত ছাত্র সংগঠন পিসিপির সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, পাহাড় ও সমতলে বসবাসরত ৫০টির বেশি পিছিয়ে পড়া সংখ্যালঘু জাতিসত্তার জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা পর্যাপ্ত নয়। এতগুলো জাতিসত্তার জন্য কোন বিবেচনায় রায়ে মাত্র ১ শতাংশ কোটা সংরক্ষণ রাখতে বলা হয়েছে তা বোধগম্য নয়। পিছিয়ে পড়া জাতির প্রতি এটি চরম বৈষম্য। অবিলম্বে আগের ৫ শতাংশ কোটা পুনর্বহাল করা হোক।
সূত্র: সমকাল, ২২ জুলাই ২০২৪
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।