খাগড়াছড়িতে অবরোধে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ
অপরদিকে, গণতান্ত্রিক যুব ফোরাম অভিযোগ করে বলেছে, শান্তিপূর্ণ অবরোধ চলাকালে পুলিশ বিনা কারণে পিকেটারদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং দক্ষিণ খবংপুজ্জে এলাকায় ঢুকে এলাকার সাধারণ নারী-পুরুষকে লক্ষ্য করে বেপরোয়া গুলি চালালে চঞ্চলা চাকমা(৫০) ও অপর দুই নারী সহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে। এর মধ্যে চঞ্চলা চাকমাকে গুরুতর আহত অবস্থায় চট্টগামে মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ বর্বরোচিত হামলাকে আড়াল করতে পুলিশ উক্ত মিথ্যা মামলা দায়ের করেছে।
অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যুব ফোরাম দাবি জানিয়েছে।
উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে অবৈধ ভূমি বেদখল প্রক্রিয়া বন্ধ ও রামগড়ে ম্রেলাপু কার্বারী পাড়া থেকে ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের পতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি ও রাঙামাটিতে গতকাল এ অবরোধ কর্মসূচি পালন করে।
—–