খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে ফ্যাসিস্ট হাসিনার আমলে সৃষ্ট সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্য মুখোশ বাহিনী কর্তৃক ইউপিডিএফের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার-শাস্তি ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলাগুলোর অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল করছে না।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) সকাল থেকে অবরোধ সফল করতে জেলার বিভিন্ন উপজেলায় সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং শুরু করে অবরোধকারী পিকেটাররা।


সকাল ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল বুধবার জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা ইউপিডিএফের তিন সদস্যকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ খাগড়াছড়িতে এই সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।