খাগড়াছড়িতে পিসিপি’র নবীন বরণ
অনুষ্ঠানে সিমন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ অতীতে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই ভূমিকা পালনের দায়িত্ব এখন নতুন প্রজন্মের উপর এসে পড়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে নবীনদেরকে ভূমিকা রাখতে হবে।
সোনালী চাকমা বলেন, ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও আন্দোলনে এগিয়ে আসতে হবে। এছাড়া তিনি সমাজে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যত নির্ধারক। একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।