খাগড়াছড়িতে বিএনপি’র ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহারের আহ্বান

0
38

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ এপ্রিল ২০২৩

খাগড়াছড়িতে বিএনপি’র স্বেচ্ছাসেবক দল ও আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা জারির পরিপ্রেক্ষিতে বিএনপি আগামী ১২ ও ১৩ এপ্রিল খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বৈ-সা-বি (বৈসুক-সাংগ্রাই-বিঝু, বিষু…) উৎসবের সময় বিএনপি’র ঘোষিত উক্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জেলার বিভিন্ন জায়গায় গঠিত বৈ-সা-বি উদযাপন কমিটি ও ইউপিডিএফ।

বৈ-সা-বি উদযাপন কমিটিগুলোর পক্ষ থেকে বলা হয়, আগামী ১২ এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি শুরু হবে। উৎসবকে ঘিরে বিভিন্ন জায়গায় খেলাধুলাসহ নানা অনুষ্ঠান চলছে। ১৩ এপ্রিল হবে চাকমা সম্প্রদায়ের উৎসবের মূল পর্ব “মূল বিঝু”। এই উৎসবের সময়ে বিএনপি’র দুই দিনের অবরোধ ঘোষণা অনভিপ্রেত এবং দলটির এ সিদ্ধান্ত পাহাড়ি সম্প্রদায়ের উৎসবকে পণ্ড করে দেয়ার অপচেষ্টা কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

এ বিষয়ে ইউপিডিএফ নেতা অংগ্য মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে বৈ-সা-বি উৎসব ঘনিয়ে এলেই একটি বিশেষ মহল নানা ষড়যন্ত্র শুরু করে। তারা সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখলসহ নানা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা চালায়। ফলে উৎসব ঘনিয়ে এলে জনমনে অজানা আতঙ্ক বিরাজ করে। এবারও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও ক্ষমতাবহির্ভুত দল বিএনপি নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামিয়ে দিয়ে উৎসব ভণ্ডুল করে দেয়ার চক্রান্তে মেতে উঠেছে কিনা তাতে সন্দেহ থাকা অমূলক নয়।

বৈ-সা-বি উদযাপন কমিটি ও ইউপিডএফ নেতৃবৃন্দ বিএনপি’র ঘোষিত ১২ ও ১৩ এপ্রিলের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে পার্বত্য চট্টগ্রামে নির্বিঘ্নে বৈ-সা-বি উৎসব পালনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। একই সাথে তারা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.