খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক আটক দুই গ্রামবাসী মুক্তি পেয়েছে
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ির সদরের মধ্য খবংপুয্যা গ্রাম থেকে মঙ্গলবার বিকালে সেনাবাহিনী কর্তৃক আটক বাবলু তালুকদার(৪০) ও দেবনিষ চাকমা(৩৫)-কে সন্ধ্যা ৭টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর তারা নিজ বাড়িতে এসে পৌঁছেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার সময় সেনা সদস্যরা মধ্য খবংপুয্যা গ্রামে হানা দিয়ে উক্ত দুই গ্রামবাসীকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের মধ্যে বাবলু তালুকদার উন্নয়নবোর্ডের কর্মচারী আর দেবনিষ চাকমা বাবলু তালুকদারের বন্ধু।
আটকের কয়েক ঘন্টার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণের মাধ্যমে সন্ধ্যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, উক্ত দুই গ্রামবাসীকে আটকের আগে সেনা সদস্যরা স্বনির্ভরে অবস্থিত ইউপিডিএফ কার্যালয়ে হানা দেয়। এ সময় অফিসের স্টাফ জুয়েল চাকমাকে আটক করে নিয়ে গেলেও অর্ধেক রাস্তা থেকে তাকে ছেড়ে দিয়ে যায়।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।