খাগড়াছড়িতে ৮ সংগঠনের কনভেনিং কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: সদ্য গঠিত ৮ সংগঠনের কনভেনিং কমিটির ১ম বৈঠক আজ ৮ আগস্ট শুক্রবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ঠিকাদার সমিতি ভবনে কমিটির আহ্বায়ক ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা, কমিটির সদস্য ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নিরূপা চাকমা ও মাদ্রী চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা ও সাধারণ সম্পাদক জ্যোতিলাল চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির শান্তি প্রভা চাকমা ও কাজলী ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা। এছাড়া বৈঠকে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমা ও প্রদীপন খীসা উপস্থিত ছিলেন।
বৈঠকে দীঘিনালার বাবুছড়া, বাঘাইছড়ির তদেকমারা কিজিং ও উজোবাজার পরিদর্শন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও দেশের উত্তরবঙ্গের সাঁওতাল এলাকায় সফর সহ ৭টি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।