খাগড়াছড়ি-রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা-হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে কাউখালীতে পোস্টারিং

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
২০২৪ সালের ১৯-২০ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক সংঘটিত সাম্প্রদায়িক হামলা, তান্ডবলীলা ও জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিক হত্যার এক বছর উপলক্ষে রাঙামাটির কাউখালীতে পোস্টারিং করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) কাউখালী সদর এলাকা, বেতবুনিয়া, ঘাগড়া, ফটিকছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ পোস্টারিং করা হয়।

হাতে লেখা পোস্টারগুলোতে “অবিলম্বে জুনান, রুবেল, ধনঞ্জয় ও অনিক-এর খুনীদের গ্রেফতার কর, সাজা দাও: চার শহীদ জুনান-রুবেল-ধনঞ্জয় ও অনিকের বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি বরদাস্ত করবো না; ১৯-২০ সেপ্টেম্বরের হত্যাকাণ্ড, লুটপাট ও তাণ্ডবলীলার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন; চার শহীদের স্মরণ অনুষ্ঠানে কিছু হলে, ইউনুস-ওয়াকার দায়ী হবে; জুনান-রুবেল-ধনঞ্জয় ও অনীকের খুনী-জল্লাদদের দৌরাত্ম্য, বরদাস্ত করবো না; শহীদ জুনান-রুবেল-ধনঞ্জয় ও অনীকের সাথী-বন্ধুরা সোচ্চার হও, রাজপথে বেরিয়ে এসো; লুটপাট-তাণ্ডবলীলার নির্বিকার দর্শক নই, প্রতিরোধ গড়ে তোল; ড. ইউনুস ১ বছরেও জুনান-রুবেল-ধনরঞ্জন ও অনিকের খুনীদের সা।শহীদদের শ্রাদ্ধানুষ্ঠানে বাধা দেবে, মানব না” ইত্যাদি শ্লোগান লেখা হয়।

অন্যান্য শ্লোগানগুলোর মধ্যে আরো রয়েছে- “‘মোত্তালেব বাহিনী’ ‘সেনাবাহিনী’ ভাই ভাই, আত্মরক্ষার্থে লড়াই ছাড়া আর উপায় নাই; ‘নব্য মুখোশদের’ অপর নাম ‘মোত্তালেব বাহিনী’; সেনাসৃষ্ট নব্য মুখোশ ‘মোত্তালেব বাহিনী’ ভেঙে দাও; পাহাড়ের যত দুর্গতি ‘মোত্তালেব বাহিনী’, সেনাবাহিনী ও সন্তু বাহিনী; ‘চুক্তির’ পর ‘শান্তিবাহিনী’ হয়েছে ‘সন্তুবাহিনী’,তাদের ‘কাম’ শুধু দালালি ও লেজুড়বৃত্তি; ইউনুস-ওয়াকার ‘সন্ত্রাসী খোঁজা’র কানামাছি খেলা বন্ধ কর; ইউনুস রাখ তোমার সংস্কারের কেচ্ছা, সেনা সন্ত্রাস বন্ধ কর; অপারেশন উত্তরণের নামে দমন-পীড়ন বন্ধ কর; নির্বিচারে বাড়িঘরে তল্লাশী, জিনিসপত্র তছনছ, লুটপাট ও হয়রানির প্রতিবাদে সোচ্চার হোন; রাষ্ট্রীয় মদদে সেটলারদের উস্কানিদান বন্ধ কর; নির্বিচারে ধরপাকড়, মিথ্যা মামলা ফাঁসানোর জালিয়াতি বন্ধ কর” ইত্যাদি।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।