খাগড়ছড়িতে নিরীহ ব্যক্তিকে আটকের প্রতিবাদে এলাকাবাসীর সড়ক অবরোধ : সেনা ও পুলিশের লাঠিপেটায় ৬ নারী আহত
খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ভেইবোনছড়া ইউনিয়নে ম্রাসানাই কার্বারী পাড়া থেকে সেনাবাহিনী কর্তৃক নিরীহ ব্যক্তি (সরকারী কর্মচারী) অরুণ বিকাশ চাকমাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র গুজে দিয়ে আটকের ঘটনায় এলাকার শত শত জনতা খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করে ব্যাপক প্রতিবাদ সংগঠিত করেছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে। পরে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে অরুণ বিকাশ চাকমাকে কেড়ে নেয়। এ সময় সেনা ও পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ৬ জন নারী আহত হয়েছে।উল্লেখ্য, আজ ১৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় ভাইবোন ছড়া সেনা ক্যাম্প থেকে একদল সেনা অরম্নণ বিকাশ চাকমার বাড়ি ঘেরাও করে। এ সময় সেনারা তার বাড়ি তল্লাশি চালায় এবং একটি আলমারি ভেঙে দেয়। সেনারা তার মুরগী রাখার ঘরে একটি ভাঙাচোরা বন্দুক নিজেরা রেখে দিয়ে আবার সেটি উদ্ধার করে তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।