সিএইচটি নিউজ ডটকম
নান্যাচর (রাঙামাটি) : খাগড়াছড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে ইউপিডিএফ নেতা প্রতিম চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি কলেজ শাখার সম্পাদক নিকাশ চাকমা, হুয়াঙ বোইও-বা পাঠাগারের অর্থ সম্পাদক খোকন চাকমা, ব্যবসায়ী স্বপন চাকমাকে সেনাবাহিনীর কর্তৃক অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) নান্যাচর থানা শাখা।
শনিবার(২১নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ এলাকা থেকে মিছিল শুরু হয়ে নান্যাচর বাজার প্রদক্ষিন করে একই জায়গায় মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সদস্য মন্টি চাকমা ও পিসিপি’র নান্যাচর থানা শাখার সভাপতি সভাপতি রিপন চাকমা প্রমুখ।
বক্তারা ইউপিডিএফ নেতা-কর্মী ও সমর্থকদের অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, সরকার সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে ফ্যাসিস্ট কায়দায় পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে। একের পর এক
ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার ও গ্রেপ্তারের পর সাজানো মামলা দিয়ে জেলে প্রেরন করা অ-গনতান্তিক এবং অসাংবিধানিক বলে উল্লেখ করেন।
বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অ-গনতান্তিক ১১ নির্দেশনার মাধ্যমে সেনাবাহিনীকে বৈধতা দিয়ে দিয়েছে বলে অবিযোগ ককরেন এবং তার ফল হিসাবে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চালিয়ে অন্যায়ভাবে ধরপাকড় চলছে। তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রত্যেক নাগরিকের প্রতিবাদ জানানো ও সভা-সমাবেশ, মিছিল-মিটিং করার অধিকার রয়েছে। কিন্তু সরকার সকল গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে পার্বত্য চট্টগ্রামে স্বৈরতান্ত্রিক কায়দায় নিপীড়ন- নির্যাতন চালাচ্ছে।
বক্তারা অবিলম্বে অন্যায় ধরপাকড় বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতা-কর্মী ও সমর্থকদের নিঃশর্ত মুক্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রণায়ের দমনমূলক ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।