খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সেনা সৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা ইউপিডএফ সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করেছে।
আজ ৩ জানুয়ারি ২০১৮ কোর্ট হাজিরা শেষে বাড়িতে (অপর্ণা চৌধুর পাড়ায়) গেলে আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে মুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে অপহরণ স্লুইস গেইট এলাকায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে মাথায় ও পেটে গুলি করে ফেলে রেখে যায়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিঠুন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি ইউপিডিএফ’র একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও বিভিন্ন ব্লগে নানা বিষয়ে লেখালেখির কাজ করতেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব বিভাগে পড়াশুনা শেষ করে নিজেকে ব্যক্তিগত স্বার্থের কাছে বিকিয়ে না দিয়ে নিপীড়িত-নির্যাতিত মানুষের ভাগ্য পরিবর্তনের তাগিদে রাজনীতিতে সক্রিয় হন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।