খাগড়াছড়ি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীক) নুতন কুমার চাকমার নির্বাচনী প্রচারপত্র (বুকলেট ও ভোটারদের জন্য তৈরি কার্ড/আহ্বানপত্র) ছিনিয়ে নিয়েছে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
জানা গেছে, আজ সোমবার (১৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদর থেকে অটোরিক্সা(সিএনজি) যোগে ৪ হাজার বুকলেট ও ৩০ হাজারের মতো আহ্বানপত্র পানছড়ি উপজেলায় পাঠানোর সময় ভাইবোন ছড়া ইউপি’র দেওয়ান পাড়া নামক স্থানে সংস্কারবাদী সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে অটোরিক্সাটি আটকিয়ে উক্ত প্রচারপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, গতকাল সংস্কারবাদী জেএসএস খাগড়াছড়িতে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়। তাদের এই ঘোষণার পরই আজ ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর নির্বাচনী কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনাকে আওয়ামী লীগের যোগসাজশ রয়েছে বলে এলাকার সচেতন মহল মনে করছেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।