শান্তি ও মঙ্গল কামনায়

খাগড়াছড়িতে উড়ানো হলো বৈসাবি’র ফানুস

0
12

Fanush01

খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী সামাজিক উৎসব  বৈসাবি (বৈসুক-সাংগ্রাই-বিঝু) উপলক্ষে শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে উড়ানো হয়েছে ফানুস।

সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বৈসাবি উৎসবের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৭টায় খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া, মধুপুর, খবংপয্যা, নারঙহিয়া এবং কমলছড়ি, ধর্মপুর (পেরাছড়া)সহ বিভিন্ন গ্রামে একযোগে এসব ফানুস উড়ানো হয়।Fanush3

এর আগে ভোরে চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে দিয়ে বৈসাবি উৎসবের শুভ সুচনা করা হয় এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

আগামী ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মহাজন পাড়া এলাকায় পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ উপলক্ষ্যে প্রদীপ প্রজ্বলন কর্মসূচির মধ্য দিয়ে সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির ঘোষিত তিনদিনের কর্মসূচি সমাপ্ত হবে।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.