খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুঅ বাগান নামক গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্যরা টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল শুক্রবার (২৫ মে ২০১৮) বিকাল সাড়ে ৩টার দিকে একদল সেনা সদস্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা নুঅ বাগান গ্রামের বাসিন্দা শান্তি প্রিয় চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় সেনারা তল্লাশির নামে বাড়িতে ঢুকে ওয়ারড্রব ভেঙে নগদ আনুমানিক ৭০ হাজার টাকা ও তার স্ত্রীর গলার চেইনসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ছেলেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার লক্ষ্যে তিনি এই টাকাগুলো জমা রেখেছিলেন।
সন্ধ্যার পর সেনারা ওই এলাকা থেকে চলে যায়।
এদিকে, আজ শনিবার সকাল থেকে সেনারা আবারো ওই এলাকায় গিয়ে অভিযানের নামে জনগণকে হয়রানি করার বলে খবর পাওয়া গেছে।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।