খাগড়াছড়িতে খবংপড়িয়া গ্রামবাসীদের মানববন্ধনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন

0
17

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলা সদরের খবংপড়িয়া গ্রামবাসীদের পক্ষে বৃহত্তর খবংপড়িয়া সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে আজ ২০ডিসেম্বর ২০১০ জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির অনুমতি দেয়নি খাগড়াছড়ি জেলা প্রশাসন।

গত ১৫ডিসেম্বর ২০১০ পাহাড়ি ছাত্র পরিষদের মিছিলে হামলার সময় পুলিশ খবংপড়িয়া গ্রামে ঢুকে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে নারী, শিশু ও নিরীহ গ্রামবাসীর উপর বেপরোয়া মারধর ও ধরপাকড় চালায়৷ এ সময় খবংপড়িয়া গ্রাম থেকে নারী, শিশুসহ ৪০ জনকে আটক করে থানায় নিয়ে যায়| যদিও সেদিন রাতে খবংপড়িয়া থেকে আটককৃতদের সবাইকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। উক্ত পুলিশী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচী পালনে উদ্যোগ নেয়া হয়|

উক্ত মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য সহযোগিতা চেয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে খবংপড়িয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি পুরুষোত্তম চাকমার স্বাক্ষরিত একটি চিঠি গতকাল ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের বরাবরে দেয়া হয়| কিন্তু আজ সকালে উল্লেখিত মানববন্ধন কর্মসূচী পালন করা যাবে না উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয় বলে পুরুষোত্তম চাকমা জানান| তিনি বলেন, এটা একটা সাধারণ কর্মসূচী| তারপরও কেন প্রশসন আমাদেরকে অনুমতি দিলো না বুঝতে পারছি না| প্রশাসনের এ ধরনের অগণতান্ত্রিক আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়

 

 

 

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.