খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী (৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল) পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসু-সাংগ্রাই-বিজু(বৈসাবি) উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের নারানখাইয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
সাংস্কৃতিক ইনস্টিউটের উপ-পরিচালক সুসময় চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, খাগড়াছড়ি সেনা রিজয়নের জিটু মেজর মইন, এসপি সার্কেল সাখোয়াত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।
তিনদিন ব্যাপী অনুষ্ঠানে পানি খেলা, বেইন বুনন, পাজন রান্না এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।