খাগড়াছড়ি : খাগাড়ছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের ৭নং প্রকল্প গ্রামে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে। আজ রবিবার (৬ মে ২০১৮) দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- মশ্র চাকমা(৩২), পিতা- ছাড়াধন চাকমা ও অনিল চাকমা (৩২), পিতা-ইন্দ্রধন চাকমা।
জানা যায়, আজ দুপুর সোয়া ২টার দিকে স্থানীয় ভাইবোন ছড়া সেনা ক্যাম্প থেকে জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে একদল সেনা সদস্য ৭নং প্রকল্প গ্রামে গিয়ে উক্ত দুই নিরীহ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেনারা তাদের কাছ থেকে সন্ত্রাসীরা কোথায় থাকে, এখানে থাকে কিনা… ইত্যাদি জিজ্ঞাসা করে।
পরে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।