খাগড়াছড়িতে দুই পাহাড়ি যুবককে আটক করেছে সেনাবাহিনী
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার সীমান্তবর্তী ৯ মাইল এলাকা থেকে সেনাবাহিনী সত্য ত্রিপুরা(২৫), পিতা-করেন ত্রিপুরা ও নিপুন ত্রিপুরা(২৭), পিতা-লীলাচর ত্রিপুরা নামে দুই যুবককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৬ এপ্রিল) তাদেরকে আটক করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক দু’জনের মধ্যে একজন জীপ গাড়ির ড্রাইভার ও একজন হেলপার বলে জানিয়েছেন স্থানীয়রা।
আটকের পর তাদেরকে শারিরীক নির্যাতন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেলেও তাদেরকে ছেড়ে দেওয়া বা থানায় হস্তান্তর করা হয়েছে কিনা তার বিস্তারিত জানা যায়নি।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।