খাগড়াছড়ি : খাগড়াছছিড়ি পৌরসভার কালাডেবা নামক গ্রাম থেকে আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮) ভোররাতে বাড়ি ঘেরাও করে দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, কালাডেবা গ্রামে অংগ্য মারমার ছেলে নুনু মারমা (২২) ও অংথোয়াংগ্য মারমার ছেলে মনি মারমা (২১)। এর মধ্যে নুনু মারমা একজন টিউবওয়েল মিস্ত্রি বলে জানা গেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ ভোর ৩টায় খাগড়াছড়ি জোন থেকে এক দল সেনা সদস্য কালাডেবা গ্রামে গিয়ে অংগ্য মারমার বাড়ি ঘেরাও করে এবং তল্লাশি চালায়। প্রথমে অবৈধ কোন কিছু না পেলেও সেনারা দ্বিতীয়বার আবারো তল্লাশি চালিয়ে নিজেদের রেখে দেওয়া ‘অস্ত্র উদ্ধার’ নাটক সাজিয়ে তাঁর ছেলে নুনু মারমাকে আটক করে। এরপর সেনারা নুনু মারমাকে মনি মারমার বাড়ি দেখিয়ে দিতে বাধ্য করে। তিনি সেনাদের কথামত মনি চাকমার বাড়ি দেখিয়ে দিলে সেখানে গিয়ে সেনারা মনি মারমাকেও আটক করে। এরপর সেনারা দু’জনকে ক্যাম্পে নিয়ে যায়।
এলাকাবাসী ধারণা, গোলাবাড়ী-বটতলী এলাকার সংস্কারবাদী জেএসএস-এর কালেক্টর শিপলু আসামের দুর্নীতি-অনিয়মের বিষয়ে কথা বলার কারণে ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনীকে দিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে নুনু মারমার মা অংক্রাসোওয় মারমা বলেন, আমর ছেলে কোন রাজনীতি করে না, সে টিউবওয়েল মিস্ত্রীর কাজ করে। তার কাছ থেকে অস্ত্র পাওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।
অন্যদিকে মনি মারমার মা বলেন, আমর ছেলে বাড়িতে টুকটাক কাজ করে। সে কোন ধরনের রাজনীতির সাথে জড়িত নয়। আমার ছেলে মনি ও নুনুকে ষড়যন্ত্রমূলকভাবে ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি তাদের বাড়ি ঘেরাও করে তাঁর ছেলেকে আটকের সময় সেনাবাহিনীর সাথে কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় একজন অচেনা লোক ছিল বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।