সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে প্রতিষ্ঠাবার্ষিকীর দেয়াল লিখনের সময় পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কর্মীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে বাঙালি ছাত্র পরিষদ নামধারী উচ্ছৃঙ্খল সেটলাররা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগামী ২০ মে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিসিপি কর্মীরা মঙ্গলবার রাতে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় দেয়াল লিখন করতে যায়। দেয়াল লিখনের কাজ শুরু করার কিছুক্ষণ পর কোন কিছু বুঝে উঠার আগেই বাঙালি ছাত্র পরিষদ নামধারী কিছু উচ্ছৃঙ্খল সেটলার যুবক পিসিপি কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পিসিপি কর্মীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে তাদেরকে পাল্টা জবাব দেয়। প্রায় ২০ মিনিট পর্যন্ত উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।