খাগড়াছড়ি : খাগড়াছড়ি – দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকার ৪ মাইল নামক স্থানে শান্তিময় চাকমা ওরফে বিপ্লব(৩২) নামে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করেছে সেনাবাহিনীর লেলিয়ে দেয়া নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা। এতে তিনি পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত ইউপিডিএফ সদস্যকে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
নব্য মুখোশ বাহিনীর রাপ্রু মারমা ও মিলন ত্রিপুরার নেতৃত্বে ৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী দু’টি মোটর সাইকেলযোগে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।