খাগড়াছড়িতে পানছড়ি-দীঘিনালা সড়কে আধাবেলা অবরোধ চলছে
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পানছড়ি ও দীঘিনালা সড়ক ও দুই উপজেলায়(পানছড়ি-দীঘিনালা) তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ ২২ অক্টোবর বুধবার সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়। দুপুর ১২টায় অবরোধ শেষ হবে। পিকেটাররা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে পিকেটিং করছে। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে পানছড়ি ও দীঘিনালা সড়কে এবং দুই উপজেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পানছড়িতে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের নামে অন্যায় ধরপাকড়ের প্রতিবাদে ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ সড়ক অবরোধের ডাক দিয়েছে।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।