খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম আগ্রাসন দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

বক্তারা বলেন, ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে একটি কালো দিবস। ১৯৪৭ সালের ২০ আগস্ট সামরিক আগ্রাসন চালিয়ে পাকিস্তান সরকার পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানী শাসন-শোষণ থেকে মুক্তিলাভ করে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ নিপীড়ন-নির্যাতন থেকে আজো মুক্ত হতে পারেনি। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগামের উপর একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে। পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করে পার্বত্য চট্টগ্রাম হতে বিতাড়িত করার ভয়াবহ নীল নক্সা শাসকগোষ্ঠি বাস্তবায়ন করে চলেছে।
বক্তারা সকল ধরনের নিপীড়ন-নির্যাতনের বিরদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব ও নারী সমাজের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় তৎকালীন পাহাড়ি নেতাদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কোর্ট বিল্ডিং ও কোতোয়ালী থানায় ১৫ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত ভারতের পতাকা উড়ানো হয়। বান্দরবানে উড়ানো হয় বার্মার পতাকা। ২০ আগস্ট পাকিস্তানের হানাদার বাহিনী বেলুচ রেজিমেন্ট প্রথমে রাঙামাটিতে হানা দিয়ে উড়ন্ত ভারতীয় পতাকা নামিয়ে দিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে দেয়। বান্দরবানেও তাই করে। পাকিস্তান কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জবরদখল হয়ে যাওয়ার পর হতে পাহাড়ি জনগণের উপর অবর্ণনীয় লাঞ্ছনা-বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন-নির্যাতন আর হত্যাযজ্ঞ চালানো হয়। যা বর্তমান পর্যন্ত অব্যাহত রয়েছে।