খাগড়াছড়িতে পাহাড়িদের উপর সেটলারদের হামলা, উত্তেজনা
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা সদরের উপজেলা পরিষদ এলাকায় সেটলার বাঙালিরা সংঘবদ্ধ হয়ে টমটম (ব্যাটারি চালিত অটোরিক্সা) ও মোটরসাইকেল যোগে যাতায়াতকারী পাহাড়িদের উপর হামলা চালিয়েছে। বুধবার (২৪ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেটলাররা বেশ কয়েকটি টমটম ও মোটর সাইকেল ভাঙচুর করে।
হামলায় বেশ কয়েকজন পাহাড়ি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম, পরিচয় এখনো পাওয়া যায়নি।
উক্ত হামলার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও সেটলারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেটলাররা উপালি পাড়ার দিকেও ঢুকার চেষ্টা করে। এ সময় আশে-পাশের গ্রামের পাহাড়িরা সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমে এসে প্রতিরোধ গড়ে তোলে। রাত সাড়ে ৯টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে।
পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা নারাঙহিয়া, উপালি পাড়া, অনন্ত মাষ্টার পাড়ায় ঢুকে অবস্থান নিলে পাহাড়িদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট আলুটিলায় পর্যটন সম্প্রসারণের নামে ৭০০ একর জায়গা অধিগ্রহণের প্রতিবাদে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ গেইটের সামনে আয়োজিত মানববন্ধন শেষে সেটলাররা হামলার চেষ্টা চালিয়েছিল।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।