খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি যুবকদের মধ্যেকার সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় খাগড়াছড়ি সদরে গোলাবাড়ি ইউনিয়নে জিরো মাইল এলাকায় পাহাড়ি ও বাঙালি যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়,পরে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আহত হয়েছে অন্তত ছয়জন। পরে বাঙালিরা গোলাবাড়ি এলাকার গঞ্জপাড়ায় পাহাড়িদের কয়েকটি ঘরে হামলা চালায়। এছাড়া বাঙালিরা পাহাড়ি যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে আক্রমণের চেষ্টা করে। এ ঘটনায় মুহুর্তের মধ্যে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতির নিয়ন্ত্রণে সেনা, বিজিবি’র সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খাগড়াছড়ি থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান জ্ঞান ত্রিপুরা জানান, হঠাৎ করে ঘটনাটি অনাকাঙ্খতিভাবে ঘটেছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্খা নেয়া হয়েছে।