খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্রীদের ইভটিজিং করায় দুই সেটলারকে পুলিশে সোপর্দ
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে দ্বাদশ শ্রেণীর ৩ পাহাড়ি ছাত্রীকে ইভটিজিং করায় দুই সেটলারকে (নাম জানা যায়নি) পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় পাহাড়ি ছাত্রীরা ধর্মপুর থেকে ফেরার পথে স্বনির্ভরে পৌঁছলে মটর সাইকেলে করে আসা ওই দু’জন সেটলার ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় চিল্লাতে থাকে। এতে পাহাড়ি ছাত্রীরা প্রতিবাদ করলে আশে-পাশে অবস্থানরত জনতা সেটলারদের ধরে স্বনির্ভর পুলিশ পোষ্টে নিয়ে যায় এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে। পরে সেখান থেকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানা যায়নি।
এ ঘটনায় স্বনির্ভর বাজারে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।