খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলা পরিষদের সামনে থেকে গতকাল ৭ ডিসেম্বর ২০১০ বিকাল ৫টার সময় পুলিশ এক শিশুকে আটক করে। তার নাম কনকন চাকমা(জাল্যা), বয়স : ১৪ বছর। এ সময় সে আগামী ১৫ ডিসেম্বর জেলা কাউন্সিল উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক প্রকাশিত কূপণ নিয়ে শুভেচ্ছা চাঁদা সংগ্রহে পিসিপি কর্মীদেরকে সহযোগিতা করছিল।
কনকন চাকমাকে আটক করা হয়েছে খবর পেয়ে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে কিছুক্ষণের মধ্যে দুই গাড়ি আর্মি সেখানে উপস্থিত হয়। এ সময় আর্মিরা কনকন চাকমাকে গাড়িতে তুলে নিতে চাইলে হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা তাদের কাছ থেকে কনকন চাকমাকে উদ্ধার করে নিয়ে আসে।
উল্লেখ্য যে, আগামী ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির কাউন্সিল আহ্বান করেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের বরাবরে অবগতি পত্র দেয়া হয়েছে।