খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা-কর্মীদের গ্রেফতার করতে সেনাবাহিনী বৌদ্ধ ধর্মীয় পতাকা ব্যবহার করে অপারেশন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার (২১ ডিসেম্বর ২০১৬) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলাধীন ধর্মপুর এলাকায় সেনাবাহিনী মাইক্রোবাসযোগে অপারেশনে যায়। এই অপারেশনে ব্যবহৃত মাইক্রোবাসে ওড়ানে ছিল বৌদ্ধ ধর্মীয় পতাকা। এছাড়া এক ব্যক্তিকে রংবস্ত্র পরিয়ে দিয়ে ভিক্ষু সাজে সাজানো হয়। তবে সেনাবাহিনী এই অভিনব পন্থা অবলম্বন করলেও জনগণের কাছে তা খুব সহজেই ধরা পড়ে যায়।
এদিকে, সেনা অপারেশনে বৌদ্ধ ধর্মীয় পতাকা ব্যবহার ধর্মীয় অবমাননার সামিল বলে মন্তব্য করেছেন এলাকার সচেতন মহল ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।