খাগড়াছড়িতে মেজর আতিকের কাণ্ড!
সিএইচটি নিউজ ডটকম

খাগড়াছড়ি: সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি কলেজ শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন কলেজ ছাত্রকে আটকিয়ে মেজর আতিক মাতৃভাষায় শিক্ষার দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিঁড়ে দিয়েছেন এবং ছাত্রদেরকে ভয়ভীতি প্রদর্শন ও তাদের সাথে অভদ্র আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মেজর আতিকের কাছে হেনস্থার শিকার হওয়া ছাত্ররা জানান, মিছিল শেষে তারা উপালি পাড়া এলাকা দিয়ে ফেরার পথে মেজর আতিকের নেতৃত্বে তিনটি গাড়িযোগে একদল সেনা সদস্য তাদেরকে আটকায়। মেজর সাহেব প্রথমে তাদেরকে নানা জ্ঞান দানের চেষ্টা করেন। এ সময় তিনি (মেজর) ছাত্রদেরকে গ্রেফতার ও রিমান্ডের ভয়ও দেখান এবং তাদেরকে ছোট্ট শিশু হিসেবে চিত্রায়িত করে তাদের সাথে অভদ্র আচরণ করেন। মেজর আতিক ছাত্রদের হাতে থাকা মাতৃভাষায় শিক্ষার দাবি সম্বলিত প্লাকার্ডগুলো ছিঁড়ে ফেলতে বাধ্য করেন। তিনি বলেন, মিছিলের খবর আগে জানলে লাঠিপেটা করে ঠ্যাং ভেঙে দিতাম।
মেজর আতিক ছাত্রদের কাছে দম্ভ করে বলেন, তিনিই খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অপারেশন পরিচালনা করে থাকেন। গত বছর ২৯ নভেম্বর খাগড়াছড়িতে ৮ সংগঠনের আয়োজিত ফিলিস্তিন সংহতি দিবসের সমাবেশে যে হামলা হয়েছিল তাতেও তিনি নেতৃত্ব দিয়েছেন বলে মেজর সাহেব দাবি করেন।
এদিকে, মেজর আতিকের এ ধরনের আচরণকে গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।