খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলায় আজ শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলা, রাবার বুলেট নিক্ষেপ ও সেনাবাহিনীর ফাঁকাগুলি বর্ষণের প্রতিবাদে কর্মসূচি আরো একদিন বাড়িয়ে আগামীকাল রবিবারও(৭ জানুয়ারি ২০১৮) সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইউিপডিএফ।
আজ শনিবার বিকালে সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। অবরোধ কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক, চালক, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাঁকে পার্টি অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ ৬ জানুয়ারি ২০১৮, শনিবার খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করে ইউপিডিএফ। অবরোধ চলাকালে বিনা উস্কানিতে পুলিশ পিকেটারদের উপর হামলা, রাবার বুলেট নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিং-এর সময় সেনাবাহিনী কর্তৃক ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে আবারো আগামীকাল রবিবার অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়।
———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।