খাগড়াছড়িতে র্যাব ইউনিট স্থাপনের সিদ্ধান্তে ইউপিডিএফ-এর উদ্বেগ প্রকাশ
সচিব চাকমা বিবৃতিতে র্যাবকে সাধারণ জনগণের আতঙ্ক ‘কিলিং স্কোয়াড‘ অভিহিত করে আক্ষেপের সুরে বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে এই, নিরাপত্তা রক্ষার্থে নিয়োজিত বাহিনীর লোকজনই পাহাড়িদের নিরাপত্তার জন্য বড় হুমকি। লোগাঙ হত্যাযজ্ঞ থেকে সাজেক ধ্বংসযজ্ঞ প্রত্যেকটি মর্মান্তিক ঘটনার পেছনে রয়েছে আইন-শৃঙ্খলা-নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সংস্থাসমূহের প্রত্যক্ষ-পরোক্ষ যোগসাজশ। আগামীতে পার্বত্য চট্টগ্রামের যে কোন অনাকাঙ্খিত দুঃখজনক ঘটনায়র্ যাব নামের সংস্থাটি নিশ্চিতভাবে যুক্ত হতে যাচ্ছে, এটাই সবচে‘ উদ্বেগজনক ঘটনা।