খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ইটছড়ি থেকে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তির নাম জুকলুক্যা চাকমা (কৃষ্ণ বাপ, বয়স-৪৫)। তিনি ইটছড়ি গ্রামের রতন বিকাশ চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সংস্কারবাদী দলের সদস্য গুগড়াছড়ি গ্রামের অংগু মারমার ছেলে উগ্য মারমা ওরফে উহ্লা প্রু মারমা জুকলুক্যা চাকমাকে কথা আছে বলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি, নিঁখোজ রয়েছেন।
গ্রামবাসী ও পরিবারের লোকজন তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।