খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় সংস্কারবাদী জেএসএস-এর সশস্ত্র সন্ত্রাসীরা তিন গ্রামবাসীর বাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিধান চাকমার নেতৃত্বে সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী বিজিবি হেডকোয়ার্টার ঘেষা সিঙ্গিনালা গ্রামে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা সুকোমল চাকমা(৬২), পিতা-মৃত মিত্র রঞ্জন চাকমা, চয়ন খীসা(৩৫), পিতা- পূর্ণমনি খীসা ও সিয়াম্বর চাকমা(৪২) নামে তিন গ্রামবাসীর বাড়ি ভাংচুর করে।
এছাড়া সন্ত্রাসীরা গ্রামের কয়েকজনকে মারধর ও কার্বারীসহ ২/৩ জনকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তাণ্ডবলীলা চালানোর পর সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের পর ১২ নং যৌথ খামার ও কৃষি গবেষণা হয়ে তাদের আস্তানা তেঁতুলতলার দিকে চলে যায় বলে জানা গেছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।