সিএইচিটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা সেক্রেটারি কবির হোসেনকে মারধর করেছে তথাকথিত বাঙালি ছাত্র পরিষদ নামধারী কিছু দুর্বৃত্ত। আজ সোমবার সকালে ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে কবির হোসেন যখন কলেজে যাচ্ছিলেন তখন কলেজে গেটে বাঙালি ছাত্র পরিষদের কিছু উচ্ছৃঙ্খল ছেলে তাকে ডাক দেয়। এতে তিনি কর্ণপাত না করে কলেজের ভিতর চলে যান। পরে রবিউল ও আমজাদ সহ ৫/৬ জন বাঙালি ছাত্র পরিষদের উচ্ছৃঙ্খল ছেলে কলেজের ভিতর গিয়ে তাকে মারধর করে।
উল্লেখ্য, গতকাল রবিবার পানছড়িতে শিশু ধর্ষণের প্রতিবাদে ‘ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত ছাত্র জনতা’র ব্যানারে খাগড়াছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে কবির হোসেন সহ ছাত্র ফ্রন্টের কয়েকজন বাঙালি সদস্যও অংশ নিয়েছেলেন। বাঙালি হয়েও কেন তারা এ মিছিলে অংশ নিয়েছেন এ অপরাধে তাকে মারধর করা হয়।
———-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।