খাগড়াছড়িতে সেটলার কর্তৃক চবি’র ছাত্র উজ্জ্বল মারমার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চবি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সেটলার কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র উজ্জ্বল মারমার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চবি’র সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুপন চাকমার সঞ্চালনায় এবং জয় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র অংসাইন মারমা, আইন অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী মংসাই মারমা নিমং।
বক্তারা উজ্জ্বল মারমার উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে হামলাকারী সেটলারদের দ্রুত গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল ক্যাম্পাস থেকে খাগড়াছড়ির নিজ বাড়িতে ফেরার পথে জেলা সদরের শাপলা চত্ত্বরে পৌঁছলে সেখানে বাঙালি ছাত্র পরিষদ নামধারী উগ্রসাম্প্রদায়িক সেটলারদের আয়োজিত মানববন্ধনের ছবি তোলার ভিত্তিহীন অভিযোগ তুলে সেটলাররা উজ্জ্বল মারমার উপর চড়াও হয় এবং তাকে বেদম মারধর করে। সেটলাররা তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সেটলারদের হামলায় উজ্জ্বল মারমা মারাত্মকভাবে আহত হন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।