খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের দয়ারাম পাড়া ও নীলকান্ত পাড়া থেকে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় দুই গ্রামবাসীকে অপহরণ করেছে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- দয়ারাম পাড়ার বাসিন্দা বিশ্বমনি চাকমা (৪০) ও নীলকান্ত পাড়ার বাসিন্দা সুমতি রঞ্জন চাকমা(৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের সাথে নিয়ে সেনাবাহিনীর একটি দল দয়ারাম পাড়া হয়ে নীলকান্ত পাড়ায় যায়। এ সময় সন্ত্রাসীরা উক্ত দুই গ্রামবাসীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
বর্তমানে মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা নীলকান্ত পাড়া বৌদ্ধ বিহারে এবং সেনা দলটি পার্শ্ববর্তী নীলকান্ত পাড়া স্বাস্থ্য ক্লিনিকে অবস্থান করে এলাকার জনগণকে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এদিকে, দুই গ্রামবাসীকে অপহরণের প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি – পানছড়ি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (২০ মে ২০১৮) সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনা ও মুখোশরা নীলকান্ত পাড়ায় অবস্থান করছিল।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।