খাগড়াছড়ি প্রতিনিধি ।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমার পক্ষে প্রচারণা জোরদার হচ্ছে। তিনি সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নানা বাধা-বিপত্তির মধ্যেও জনগণ বিভিন্নভাবে তার পক্ষে প্রচারণার কাজে অংশগ্রহণ করছেন।
প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার থেকে পোস্টার লাগানোর কাজ শুরু হয়েছে। খাগড়াছড়ি শহরের নারাঙহিয়া, স্বনির্ভর, খবংপুজ্জেসহ বিভিন্ন এলাকায় পোস্টার লাগানোর কাজ চলছে বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমার পক্ষে প্রচারিত পোস্টারে ব্যালটের মাধ্যমে প্রকৃত বন্ধুর হাত শক্তিশালী করা ও নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে সংসদে কথা বলতে সিংহ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় নুতন কুমার চাকমার সমর্থনে বাধা-বিপত্তির মধ্যেও জনগণ নানাভাবে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ নির্বাচন অনুষ্ঠিত হবে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।