খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনা ও আহত প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রচারনা বিষয়ক কর্মশালা

0
6

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Workshopখাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনা ও আহত প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রচারণা বিষয়ক কর্মশালা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

গাড়ী চালকদের নিয়ে শাহ আমানত ইন্টারপ্রাইজ এর আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাশ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আমানত ইন্টারপ্রাইজ কো-অর্ডিনেটর শায়েলা আলম ও শাহিন হাওলাদার প্রমূখ। এসময় জেলা বিভিন্ন এলাকার ড্রাইভাররা অংশগ্রহন করে ।

কর্মশালায় চালকদের উদ্দ্যেশে বক্তারা বলেন, গাড়ী চালানোর সময় অত্যন্ত মনোযোগ দিয়ে গাড়ী চালানোর দরকার। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের দিয়েই গাড়ী চালাতে হবে। কোনভাবেই হেলপার দিয়ে গাড়ী চালানো যাবে না । এ সময় চালকদের মোবাইলে কথা বলা যাবেনা। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে চালকদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.