খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ নিজস্ব ভবনে হুয়াঙ বোই-ও বা’র ১০ দিন ব্যাপী বইমেলা চলছে। এটি প্রতিষ্ঠানটির ১৩তম একক বইমেলা। গত ২৭ মার্চ বিকালে এই বই মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান।
আগামী ৫ এপ্রিল পর্যন্ত বইমেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বইমেলায় হুয়াঙ বোই-ও বা’র একটি বিক্রয় স্টল ও লাইব্রেরীর হলরুমে একটি প্রদর্শনী স্টল রয়েছে। এছাড়া মেলায় স্টল দিয়ে অংশগ্রহণ করেছে ইয়ং স্টার ক্লাব, পাইওনিয়ার ক্লাব, খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যায় ও পেরাছড়া উচ্চ বিদ্যালয়।
মেলায় স্টলগুলোতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক বিভিন্ন বই, শিশু-কিশোরদের উপযোগী বই ছাড়াও রাজনৈতিক, ধর্মীয় বইসহ বিভিন্ন বই রয়েছে।
হুয়াঙ বোই-ও বা ভবনের ২য় তলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলা খোলা থাকে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।